NUR-MONY IT WORLD


 
সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং কাজ করা দেশগুলোর শীর্ষ ৩০ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। সম্প্রতি বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিশ্বের প্রথম ৩০টি আউটসোর্সিং দেশ হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি বিজ্ঞান এবং আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আউটসোর্সিং খাতে এসেছে, যা সত্যিই খুশির খবর। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির নানা খাতে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাইটেক পার্ক, সফটওয়্যার পার্কের মতো বেশ কিছু কাজ হয়েছে এবং ডিজিটাল সইয়ের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মাহবুব জামান, সিনিয়র সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর, সহসভাপতি ফারহানা এ রহমান, মহাসচিব ফোরকান বিন কাশেমসহ বেসিসের নির্বাহী কমিটির সদস্যরা। সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য এ স্বীকৃতি একটি উল্লেখযোগ্য অর্জন। এ বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের আর চারটি দেশ নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছে এবং এশিয়ার মধ্যে বাংলাদেশের স্থান নবম। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। মোট ১০টি বৈশিষ্ট্যের ভিত্তিতে এ তালিকায় ছিল মূল্য সুবিধা, জনশক্তি, শিক্ষা পদ্ধতি, অবকাঠামো, সরকারি সহযোগিতা, ভাষা ইত্যাদি।
এ কাজকে আরও শক্তিশালী ও ভালোভাবে এগিয়ে নিতে দ্রুত দ্বিতীয় সাবমেরিন কেব্ল স্থাপনসহ একাধিক সফটওয়্যার প্রকৌশলী পার্ক স্থাপন, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। ইতিমধ্যে দক্ষ জনশক্তি তৈরিতে বেসিস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইটিএম) প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
 
আসুস ব্র্যান্ডের ইএনজিটিএক্স৪৬০ ডাইরেক্টসিইউ/ ২ডিআই মডেলের নতুন গ্রাফিক্স কার্ড বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৪৬০ গ্রাফিক্স ইঞ্জিনের এবং পিসিআই এক্সপ্রেস ২.০ বাস স্ট্যান্ডার্ডের এই গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ১ গিগাবাইট জিডিডিআর৫ ভিডিও মেমোরি, ভোল্টেজ টুউইক প্রযুক্তি, এনভিডিয়া ফিজিএক্স রেডি, উইন্ডোজ ৭, এসএলআই, এইচডিসিপি সমর্থন সুবিধা ইত্যাদি। দাম ১৬ হাজার ৩০০ টাকা।
 
This is your new blog post. Click here and start typing, or drag in elements from the top bar.
 
 কি-বোর্ড দিয়েই চালু করুন কম্পিউটার
আমরা সাধারণত CPU-এর পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চেপে Bios-এ প্রবেশ করুন।
তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন। Password নির্বাচন করে Enter দিন। Enter Password-এ কোনো একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করতে পারেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যাবে।


 
Start blogging by creating a new post. You can edit or delete me by clicking under the comments. You can also customize your sidebar by dragging in elements from the top bar.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    December 2010

    Categories

    All

    RSS Feed